Logo

চাকরি    >>   পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মোবাশ্বের মোনেম

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মোবাশ্বের মোনেম

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মোবাশ্বের মোনেম

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

মোবাশ্বের মোনেমের নিয়োগের আগে, গত মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন। তবে, পিএসসির দুই সদস্য হেলালুদ্দিন আহমদ ও মোহা. শফিকুল ইসলাম এখনও পদত্যাগ করেননি। হেলালুদ্দিন আহমদ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে এবং শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ সপ্তাহের মধ্যে পিএসসির সংস্কার দাবি করে চাকরির পরীক্ষাগুলো শুরু করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি দাবি করেছেন, তরুণ প্রজন্মের স্বার্থের প্রতি মনোযোগ দিতে হবে।

২০২০ সালের সেপ্টেম্বরে পিএসসি চেয়ারম্যান পদে যোগদান করা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন এই সপ্তাহে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন, যা আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি হিসেবে দেখা হয়।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী, কমিশন গঠনে একজন সভাপতি এবং ৬ জনের কম ও ২০ জনের বেশি সদস্য থাকা প্রয়োজন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert